Logo

সারাদেশ

কেউ সংখ্যালঘু নন, সবাই সমান মর্যাদার নাগরিক : হাজী ইয়াছিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

কেউ সংখ্যালঘু নন, সবাই সমান মর্যাদার নাগরিক : হাজী ইয়াছিন

ছবি : বাংলাদেশের খবর

কেউ সংখ্যালঘু নন, সবাই দেশের নাগরিক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায়, আমরা মাইনরিটি (সংখ্যালঘু)। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, সবাই এ দেশের সমান মর্যাদার নাগরিক।’

আগামী প্রজন্মের জন্য সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘আমাদের সন্তানদের কষ্ট করে লালন–পালন করি, যেন তারা সুন্দর ভবিষ্যৎ উপহার পায়। কিন্তু যদি আমরা তাদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করে না যেতে পারি, তবে সব কষ্ট বিফলে যাবে। তাই হিন্দু–মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে হবে।’

কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১৩১টি পূজামণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে শুভেচ্ছা উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে বক্তব্য দেন-বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১নং বিএনপির সভাপতি জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক নারায়ন সরকারসহ অন্যরা।

  • আনোয়ার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি দুর্গাপূজা তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর