Logo

সারাদেশ

সোনারগাঁয়ে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

সোনারগাঁয়ে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহমুদা আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

এ সময় তাকে শ্লীলতাহানিরও শিকার হতে হয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে। তবে স্থানীয় সালিশে সমাধান না হওয়ায় ভুক্তভোগী রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ থানায় অভিযোগ  করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরাব এলাকার হানিফ মিয়ার সঙ্গে পাশের গ্রামের মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ছেলে মিলন মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার রাতে হানিফ মিয়ার মুদি দোকানে চুরির ঘটনা ঘটলে তিনি মিলনের ছেলে রিয়াদ ও ভাগনে রাহাতকে দায়ী করেন। পরে সিসিটিভি ফুটেজে কোনো প্রমাণ না মেলায় উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এর জেরে হানিফ মিয়ার নেতৃত্বে ইমরান, সম্রাটসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিলনের চাচাতো বোন মাহমুদা আক্তারের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় অন্তঃসত্ত্বা মাহমুদাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির শিকার হতে হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত নারীর স্বামী ইমরান হাসান পাভেল বলেন, ‘আমার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’

অভিযুক্ত হানিফ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কাউকে মারিনি। ওই নারী মোবাইলে লাইভ করছিল, তা বন্ধ করতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

  • সজিব/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর