Logo

সারাদেশ

গর্ভবতী গরুর মাংস বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪

গর্ভবতী গরুর মাংস বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অসুস্থ আট মাসের অন্তঃসত্ত্বা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে আবদুর রহিম (৪৫) নামে এক কসাইয়ের বিরুদ্ধে। তিনি ময়েনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শুকুরের হাট বাজারে। বিষয়টি প্রকাশ হওয়ার পর বাকি মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। পরে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক ভুক্তভোগী ক্রেতা মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, পশ্চিম গেনারপাড়া গ্রামের নাজমিন বেগম আবদুর রহিমের দোকান থেকে দুই কেজি গরুর মাংস কেনেন। সেই মাংস রান্না করে পরিবারের সবাই খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা নেন তারা। পরে জানা যায়, মোতাল্লব মিয়ার একটি অন্তঃসত্ত্বা গাভি ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়লে কসাই আবদুর রহিম ২৯ হাজার ৫০০ টাকায় গরুটি কিনে নেন। এরপর গোপনে গরুটি জবাই করে শুকুরের হাট বাজারে মাংস বিক্রি করেন।

ভুক্তভোগী নাজমিন বেগম বলেন, ‘অসুস্থ গরুর মাংস বিক্রি করে আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে আবদুর রহিম। এখন আমরা অসুস্থ হয়ে ভুগছি। প্রতিবাদ করায় তিনি বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’

গরুর মালিক মোতাল্লব মিয়া বলেন, ‘গাভীটি ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে আবদুর রহিম ২৯ হাজার ৫০০ টাকায় কিনে নেয়। কোথায় জবাই করেছে, তা আমি জানি না।’

অভিযোগের বিষয়ে জানতে আবদুর রহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে। বাড়িতেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আফতাব হোসেন বলেন, ‘অসুস্থ গরুর মাংস পরীক্ষার জন্য কেউ হাসপাতালে আসেননি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুলতামিস বিল্লাহ বলেন, ‘বিষয়টি এখন জানা হলো। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

  • রাখিবুল হাসান রাখিব/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর