Logo

সারাদেশ

মাদকের প্রতিবাদ করায় প্রবাসী আলমগীর খুন, ১১ জনের বিরুদ্ধে মামলা

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

মাদকের প্রতিবাদ করায় প্রবাসী আলমগীর খুন, ১১ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে মাদকের প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪০) নামে সৌদি আরব ফেরত এক প্রবাসীকে হত্যার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা মনোয়ারা বেগম রোববার (২৮ সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় মামলা করেন।

নিহত আলমগীর উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলী গ্রামের বাসিন্দা। তিনি প্রবাস থেকে ফিরে কৃষিকাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলমগীর। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে সংগ্রামকেলী বাজারের একটি দোকানের পাশ থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় মাটিচাপা মরদেহ উদ্ধার করে পুলিশ।

 মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন-মাসুদ রানা (৩৬), ইমাম হোসেন রতন (৩৩), রাজন মিয়া (২৬), খাইরুল ইসলাম (৩৯), খোকা (২৬), সাইদুল ইসলাম (৩৪), সাদেক মিয়া (৩৬), রিপন মিয়া (৩৩), রফিকুল ইসলাম (২৭), আবদুল কাদির (২৬) ও আতাবুর রহমান (৬০)। এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আলমগীরকে আসামিরা বিভিন্ন সময় হুমকি দিতেন। প্রায় দুই সপ্তাহ আগে তাকে মাদক কারবারিরা প্রাণনাশের হুমকি দেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর একতা বাজার এলাকা থেকে প্রধান আসামিদের একজন ইমাম হোসেন রতনকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

  • সারোয়ার জাহান রাজিব/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার মামলা হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর