চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭
চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
ছবি : বাংলাদেশের খবর
বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের পটিয়া ইসলামী ব্যাংক শাখার লেনদেন বন্ধ করে মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে ৭ জন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ নানা ইস্যুতে ব্যাংকারদের কাজে যোগদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
রোববার সকালে কর্মকর্তারা অফিসে যোগ দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় জনতা অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে শাখার মূল গেটে তালা ঝুলিয়ে দেয়।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে অন্তত ৭ জন গুরুতর আহত হন। আহতরা হলেন ওয়াহিদুল হক রিপু (৩৮), সুমন (৩০), রিপন (৩৫), মামুন শিকদার (৪৯), মো. সোহেল (৪২), মো. মুসা (৪২) ও আবুল কাসেম (১৬)। এ ঘটনায় ইতোমধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। ব্যাংকের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং গেটে এখনও তালা ঝোলানো অবস্থায় আছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন বিশৃঙ্খলা না ঘটান সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে আন্দোলনকারীরা বলেন, পরীক্ষার নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার যে উদ্যোগ ম্যানেজমেন্ট নিয়েছে, তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।
পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
ইমরান হোসেন মুন্না/এএ

