নারায়ণগঞ্জে নির্যাতনের শিকার শিশুকে তালা ভেঙ্গে উদ্ধার করল পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬
---2025-09-28T204640-68d94a62398c0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার চার বছর বয়সী এক শিশুকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার পরপরই শিশুটির বাবা সোহেল পালিয়ে যান। পলাতক সোহেল কাশিপুর শান্তিনগর এলাকার মৃত মোমেন আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সোহেল তার ছেলেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে দিনের অধিকাংশ সময় তালাবদ্ধ অবস্থায় রাখা হতো, খাবার না পেয়ে কান্নাকাটি করলে চালানো হতো অমানুষিক নির্যাতন।
স্থানীয় যুবক ও ব্যবসায়ী শাওন জানান, তিন মাস আগে তিনি বিষয়টি জানতে পারেন। শিশুটির প্রতি চলমান এই নির্যাতনের সত্যতা নিশ্চিত হয়ে তিনি ঢাকার সামাজিক সংগঠন ‘অপরিচিতা’র সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনের পরামর্শে তিনি ফতুল্লা মডেল থানাকে বিষয়টি অবহিত করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশুটিকে নিজেদের জিম্মায় নেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী মোসাম্মৎ তাছলিমা আক্তার জানান, ‘শিশুটি বর্তমানে শারীরিকভাবে খুবই দুর্বল। অপুষ্টি এবং নির্যাতনের কারণে তার অবস্থা গুরুতর। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিন বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যেহেতু শিশুটির বয়স চার বছর, তাই আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- ইমতিয়াজ আহমেদ/এমআই