Logo

সারাদেশ

নরসিংদীতে প্রাইভেট হাসপাতাল মালিকদের মানববন্ধন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫

নরসিংদীতে প্রাইভেট হাসপাতাল মালিকদের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদী প্রেস ক্লাবের সামনে রোববার (২৮ সেপ্টেম্বর) নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মানববন্ধন করেছে।

মানববন্ধনে জেলার ৩৫০টিরও বেশি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিকের মালিক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসাকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুরসহ ডাক্তার, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মচারীদের উপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। এতে কিছু গোষ্ঠী হুমকি-ধামকির মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ নিচ্ছে। তারা বলেন, এমন ঘটনা গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে সকল প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মানববন্ধনে ৫ দফা দাবির কথা জানানো হয়। দাবিগুলো হলো- স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা। অন্যান্য সংশ্লিষ্ট নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন।

মানববন্ধন শেষে সংগঠনটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে দুপুর ২টায় নরসিংদী প্রেস ক্লাবে একই দাবিতে সংবাদ সম্মেলন করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

  • সুমন রায়/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর