Logo

সারাদেশ

শ্রীপুরে একদিনের অভিযানে বিভিন্ন মামলার ৪০ আসামি গ্রেপ্তার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫

শ্রীপুরে একদিনের অভিযানে বিভিন্ন মামলার ৪০ আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে একদিনের বিশেষ অভিযানে হত্যা, মাদক, মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছে,হত্যা মামলার ২ জন, মাদক মামলার ৩ জন, বন মামলার ১১ জন, ১৫১ ধারায় দায়ের করা রিসোর্ট মামলার ১৫ জন, রাজনৈতিক মামলার ২ জন, মানবপাচারের ৪ জন এবং আধার সেকশনের ২ জন।

এছাড়াও শ্রীপুরের রাস রিসোর্টে নাটকের শুটিংয়ের আড়ালে এক মডেলকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মানবপাচার মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় মাদক ও হত্যা মামলার আসামিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ  আব্দুল বারিক বলেন,‘হত্যা, মাদক, মানবপাচার, বন মামলা, রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানা পুলিশ নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে অপরাধ দমনে।’

আতাউর রহমান সোহেল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মাদক কারবারি হত্যা / খুন মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর