Logo

সারাদেশ

চট্টগ্রামে ভাইয়ের বাইক থেকে ছিটকে প্রাণ হারালেন বোন

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

চট্টগ্রামে ভাইয়ের বাইক থেকে ছিটকে প্রাণ হারালেন বোন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ের বাইক থেকে ছিটকে প্রাণ হারালেন বোন। রোববার বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ মুর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম রাফেজা সুলতানা উর্মি (৪০)। সে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রাম এলাকার রুহুল আমিনের কন্যা। 

জানা যায়, ভাইয়ের মোটরসাইকেলে করে পটিয়া সদরে যাওয়ার সময় সড়কের গতিরোধকে  নিয়ন্ত্রণ হারিয়ে বোন ছিটকে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পটিয়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

এদিকে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি চালকসহ পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানান। 

এ বিষয়ে পটিয়া হাইওয়ে পুলিশের ওসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভাইয়ের মোটরসাইকেলে করে বোন পটিয়া সদরে যাওয়ার সময় গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় গাড়ি চাপায় উর্মি নামের এক মহিলা মারা গেছে। রোববার রাতে একটি মামলা হয়েছে।’  

  • ইমরান হোসেন মুন্না/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর