Logo

সারাদেশ

ভাঙ্গায় সালিশে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৬

ভাঙ্গায় সালিশে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরির ঘটনায় সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকু মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকু মাতুব্বর ওই গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে।

জানা যায়, সোনাখোলা গ্রামে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে বিকেলে সালিশ বসে। সালিশ চলাকালীন দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সন্ধ্যার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র (ঢাল, সরকি, রামদা) নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষে গুরুতর আহত হন জাকু মাতুব্বর। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অন্তত ৪০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে অংশ নেওয়া দুটি গ্রুপের একটির নেতৃত্ব দেন বাদশা মাতুব্বর, অপরটির নেতৃত্বে ছিলেন শাহজাহান খাঁ।

ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

  • ইমরান মুন্সী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর