Logo

সারাদেশ

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো জুবায়ের শেখ (১৫) এবং সড়ক দুর্ঘটনায় নিহত তন্ময় কুমার সিকদার (২১)।

নিহত জুবায়ের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মাজেদ শেখের ছেলে। পরিবার জানায়, বাড়ির পানির মোটরের লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিফ জুবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছিল।

অন্যদিকে, একই সময়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তন্ময় কুমার সিকদার। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তন্ময় ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের তাপস শিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

ইমরান মুন্সী/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর