মহাসড়কে রেসিং করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০

ছবি : বাংলাদেশের খবর
বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) এবং একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে ছয় তরুণ বেপরোয়া গতিতে রেসিং করে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ধাক্কায় চারজন ছিটকে গিয়ে ডিভাইডারে আঘাত পান। ঘটনাস্থলেই আবিদ ও জিহাদ মারা যান। গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এসআই আব্দুল খালেক বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
জুয়েল হাসান/এআরএস