Logo

সারাদেশ

বাউফল থানার ওসির বিরুদ্ধে সাবেক পুলিশ সদস্যকে লাঞ্চিত করার অভিযোগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭

বাউফল থানার ওসির বিরুদ্ধে সাবেক পুলিশ সদস্যকে লাঞ্চিত করার অভিযোগ

ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে সাবেক এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে থানার বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকারের বিরুদ্ধে। ভুক্তভোগী সাবেক পুলিশ সদস্য মো. আব্দুল মালেক আকন এ অভিযোগ করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে অঝোরে কেঁদে মালেক আকন জানান, তিনি বৈধভাবে ক্রয় করা নিজের জমি ও ওয়াকফকৃত মসজিদের জায়গা দখল ও প্রাণনাশের হুমকি বিষয়ে অভিযুক্ত রিপন সিকদারকে নিয়ে অভিযোগ করতে সম্প্রতি বাউফল থানায় যান। তবে অভিযোগ গ্রহণের বদলে থানার ওসি তাকে অপমান করে লাঞ্ছিত করেন এবং খালি হাতে বাড়ি পাঠিয়ে দেন—ওই অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, রিপন সিকদার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বহিরাগত লোক রেখে মালেক আকনের জমি ও মসজিদের ওয়াকফকৃত জায়গা জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ বিষয়ে মালেক আকন দুইটি মামলা দায়ের করলে কয়েক বছর বিচারকার্য শেষে আদালত তার পক্ষেই রায় দেন। আদালতের রায় উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর রিপন সিকদার, সুজন, আলমসহ প্রায় ৫০–৬০ জন ব্যক্তি মালেক আকনের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। বিষয়টি নিয়ে থানায় গেলে তিনি অভিযোগ গ্রহণ না করে অপমানিত হয়েছেন বলে মালেক আকন দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত রিপন সিকদারের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, ‘আপনি যাচাই-বাছাই করে রিপোর্ট করুন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ সংঘর্ষ সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর