Logo

সারাদেশ

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৫ বাংলাদেশি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৫ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩৬ ঘণ্টায় পৃথক অভিযানে মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া ও বাঘাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থানকালে ৯ জনকে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও দুজন শিশু রয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ, মুন্সিগঞ্জ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়।

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থানকালে ৬ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছে। তারা নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা।

বিজিবি কর্মকর্তা জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর