গজনবী স্টেডিয়ামে ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনলেন আমিনুল ইসলাম

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০
-68d9f18e9f49f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ফুটবলের সোনালী অতীতকে স্মরণ করে এবং হারানো জৌলুস ফিরিয়ে আনতে ভোলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভোলা গজনবী স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাব ও ভোলা সোনালী অতীত ক্লাবের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মিরপুর সোনালী অতীত ক্লাব ৪-২ গোলের ব্যবধানে জয় পায়।
ম্যাচে অংশ নেন জাতীয় দলের হয়ে নব্বইয়ের দশকে খেলা খ্যাতিমান ফুটবলাররা—আমিনুল হক, আলফাজ, কাঞ্চন, রুহুল আমীন ও হাসন। তাদের খেলা দেখতে ভোলার গজনবী স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক ভিড় করেন।
বিকেল সাড়ে তিনটায় খেলার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ অন্যরা।
খেলার শুরুতে মিরপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলফাজ। এরপর গোল করেন আমিনুল ও হাসনরা। ভোলা সোনালী অতীত ক্লাবের হয়ে ব্যবধান কমান পারভেজ ও ঈমান আলী। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মিরপুর সোনালী অতীত ক্লাব।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ফুটবলের সোনালী ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং তাদের ফুটবলে উদ্বুদ্ধ করতে তারা এমন আয়োজনে অংশ নিয়েছেন।
ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল-আমীন জানান, ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তাই তরুণদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে তারা এ আয়োজন করেছেন।
ভোলা সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় রবিন চৌধুরী অভিযোগ করে বলেন, বাফুফের স্বেচ্ছাচারিতার কারণে গত ১৫-১৬ বছরে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তিনি জানান, বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে ফুটবলের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আদিল হোসেন তপু/এআরএস