কবিতা ও গানে পঞ্চগড়ে বিশ্ব নদী দিবস উদযাপিত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩
-68d9f24927d83.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ে গান, কবিতা ও আলোচনার মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করেছে জেলার প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নদীপাড়ের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ ও শিশুদের অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়।
সদর উপজেলার মিলনবাজার ও রাজারপাট ডাঙ্গা গ্রামের তিনটি স্পটে আয়োজন করা হয় কর্মসূচি। এর মধ্যে রাজারপাট ডাঙ্গা গ্রামে শিশুদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা গ্রামের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শিশুদের হাতে নানা ধরনের খেলনা ছিল।
পরে চাওয়াই নদীর তীরে বিস্তীর্ণ বাগানে গান, কবিতা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুরা গল্পের মাধ্যমে নদী ও পরিবেশ সম্পর্কিত কবিতা ও বক্তব্য উপস্থাপন করে। এছাড়া নদী কেন্দ্রিক মৎস্যজীবী, নারী ও শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঙ্গীত পরিবেশন করেন বাউল রইস উদ্দিন ও শিমুল।
কারিগরের পরিচালক মোস্তাক আহমেদ এবং প্রকল্প পরিচালক বদিউজ্জামান মিলন বক্তব্য রাখেন।
কারিগরের নির্বাহী পরিচালক জানান, পঞ্চগড়ের উপর দিয়ে ৫০টি ছোট-বড় নদী বয়ে গেছে। নদীগুলোর সাথে সম্পর্কিত পাথর ও বালির বিশাল অর্থনীতি, প্রাকৃতিক মাছ ও জলসম্পদের গুরুত্বপূর্ণ পটভূমি রয়েছে। তবে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড ও অসচেতনতার কারণে নদী ও দেশীয় মাছের পরিমাণ কমছে। এই আয়োজনের মাধ্যমে নদীপাড়ের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নদী রক্ষা সম্পর্কে সচেতন করা হয়েছে।
এসকে দোয়েল/এআরএস