Logo

সারাদেশ

টংগিবাড়ীতে বিষ প্রয়োগে মাছ নিধন, ক্ষতি ১২ লাখ টাকা

Icon

মুন্সীগঞ্জ প্রিতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭

টংগিবাড়ীতে বিষ প্রয়োগে মাছ নিধন, ক্ষতি ১২ লাখ টাকা

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া এলাকায় একটি দিঘীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় চাষিরা।

পাইকপাড়া দিঘীর আয়তন প্রায় ৩০২ শতাংশ। এতে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউ ও বাটা প্রজাতির মাছ চাষ করছিলেন হাজী শেখ হাবিবুর রহমান (খালেক)-এর পাঁচ ছেলে—শেখ মুরাদ, শেখ কাওছার হোসেন, শেখ বখতিয়ার, শেখ আরিফ ও হাজী শেখ পলাশ। তারা প্রায় বছর খানেক আগে পুকুরে মাছ ছাড়েন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয়রা দেখেন, পুকুরের পানিতে মাছ ভেসে উঠেছে এবং মারা যাচ্ছে। কিছু উৎসুক জনতা জাল ও টেটা দিয়ে পুকুর থেকে মরে যাওয়া মাছ ধরছিল। চাষিরা ধারণা করছেন, দিঘীতে বিষ প্রয়োগের মাধ্যমে এ নাশকতা চালানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত চাষিরা এবং স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘এ ঘটনায় আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আবু সাঈদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর