Logo

সারাদেশ

ফ্যাসিবাদের আমলেও জনগণের পাশে ছিলাম : নূরে আলম ছিদ্দিকী

Icon

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

ফ্যাসিবাদের আমলেও জনগণের পাশে ছিলাম : নূরে আলম ছিদ্দিকী

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নূরে আলম ছিদ্দিকী বলেছেন, ‘বিএনপির ফ্যাসিবাদ কিংবা শেখ হাসিনার শাসনকাল—কোনো কিছুর ভয় করিনি। জনগণের অধিকার রক্ষায় অদম্য সাহস নিয়ে সবসময় মাঠে থেকেছি।’

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বুমা)-এর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।

নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দলীয় পদ যে বহন করবে সে এমপি নয়। আমি নেতার এ কথাকে ধারণ করেই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।’

তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাকে চায়। যদি কোনো ধরনের কৌশল বা জটিলতা না থাকে, তবে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ বিজয়ী হবো। দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। গত ১৭ বছর ধরে আন্দোলন, হামলা-মামলার মধ্য দিয়েও দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম। অন্যদের মতো মামলা-হামলার ভয়ে আমি কখনও এলাকা ছেড়ে যাইনি।’

সভায় জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট এম এ করিম, সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাসুদুর রহমানসহ বাবুল খান, মো. আহমেদ শিপন ও মইনুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর