নারায়ণগঞ্জে মব সৃষ্টি করে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮
-(51)-68da6640d69ba.jpg)
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চলতি মাসে মব সন্ত্রাসের জেরে একই ইউনিয়নে দুইজনের মৃত্যু ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়ায় মো. সোহেল (৩৮) নামে এক যুবককে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে।
নিহত সোহেল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে স্থানীয় মার্কেটের মালিক শরীফ হোসেনের সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হওয়ায় গ্রামবাসী তাকে ধরে পিটিয়ে হত্যা করেছে। নিহত সোহেলের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি জুনে কুমিল্লার দাউদকান্দি এলাকায় র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার ছোট ভাইয়ের স্ত্রী জান্নাত আক্তার চৈতি বলেন, ‘সোহেল ভাই এলাকার কিছু মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলছিলেন, এই কারণেই তাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, সোহেলের মরদেহ বালিয়াপাড়া বটতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে বিভিন্ন স্থানে আঘাত ও মুখ থেতলে করার চিহ্ন রয়েছে। পুলিশ বলেছে, গণপিটুনির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বরও একই উপজেলায় প্রভারকরদী গ্রামে মো. আয়নাল হোসেন নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রামবাসী গণপিটুনিতে হত্যা করেছিল।
- ইমতিয়াজ আহমেদ/এমআই