Logo

সারাদেশ

কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমনকে (৪০) সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, সোমবার ভোরে বুরুদিয়া এলাকায় অভিযান চালিয়ে কবির সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির সুমন বুরুদিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান মন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) বুরুদিয়া ইউনিয়নের একটি মসজিদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুরুদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াদুল কবির ইয়ানসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের কয়েকটি ছবি উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুকে প্রকাশিত হওয়ার পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে কবির সুমনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আইনানুযায়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। আত্মগোপনে থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

  • আব্দুর রউফ ভূইয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর