ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি থেকে পদত্যাগ করলেন পুলিন কুমার দেবনাথ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২
-(54)-68da7a14dbf37.jpg)
ছবি : সংগৃহীত
নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি ও মিন্টু মেডিকেল হলের মালিক পুলিন কুমার দেবনাথ পদত্যাগ করেছেন।
সমিতির একাধিক সূত্র জানায়, দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন প্রভাবশালী পরিচয় ব্যবহার করে তিনি সংগঠনের পদে বহাল ছিলেন। এ সময় নকল ওষুধ বিক্রি, ফার্মেসি কাউন্সিলে ভর্তি বাণিজ্য, সনদপত্র বেচাকেনা, টোকেন বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
গত ২৫ সেপ্টেম্বর সমিতির জরুরি বৈঠকে এসব অভিযোগের জবাব দিতে না পেরে তিনি নিজেকে অসুস্থ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে জেলা কমিটি সেটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। কেন্দ্রীয় কমিটি ২৮ সেপ্টেম্বর তার পদত্যাগ গ্রহণ করে এবং তাকে অব্যাহতি দেয়।
জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নাছির উদ্দিন মিলন বলেন, ‘শেষ বৈঠকে পুলিন দেবনাথ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। আমরা তা গ্রহণ করে কেন্দ্রীয় কমিটিতে পাঠাই। কেন্দ্রীয় কমিটি সেটি অনুমোদন করেছে।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিন কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমি অনেক আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলাম, তখন সেটি গ্রহণ করা হয়নি। এখন তাঁরা গ্রহণ করেছেন।’
তবে সমিতির কয়েকজন সদস্য দাবি করেছেন, পুলিন কুমার দেবনাথ সমিতির নামে চাঁদা তোলা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। তাদের অভিযোগ, দুই বছর মেয়াদে প্রায় ৬৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এছাড়া সম্প্রতি অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, তিনি ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ পরিচয়ে সরকারি ভাতা ভোগ করছেন।
- এম. এমরান পাটোয়ারী/এমআই