Logo

সারাদেশ

পটুয়াখালীতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

পটুয়াখালীতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর দুমকিতে চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার। এ ঘটনায় দুমকি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের সঙ্গে দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে যান।

এ সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আটক চোরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জিডি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর