নীলফামারীতে সার নীতিমালা বহালের দাবি ব্যবসায়ীদের

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২
-(57)-68da837689478.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ওয়ার্ডভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাবনা বাতিল করে বিদ্যমান সার নীতিমালা বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা শাখা। সোমবার (সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে জানতে পারি, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ শিগ্গির প্রণয়ন হতে যাচ্ছে। খসড়া প্রস্তাবে ইউনিয়নভিত্তিক তিনজন ডিলার নিয়োগের কথা বলা হয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ।’
বক্তারা জানান, নতুন নীতিমালা কার্যকর হলে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে। ইউনিয়নভিত্তিক তিনজন ডিলার নিয়োগ, খুচরা বিক্রেতা বিলুপ্তি এবং পরিবহন সমস্যার কারণে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
তারা আরও বলেন, বিসিআইসির ডিলাররা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সার সরবরাহ করে আসছেন। নতুন নীতিমালা প্রণয়নের আগে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা ও বিএফএ নেতাদের মতামত নেওয়া জরুরি। একই সঙ্গে পরিবহন খরচ ও কমিশন বাড়ানোরও দাবি জানান তারা।
সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, প্রস্তাবিত নীতিমালা পুনর্বিবেচনা না করলে কেন্দ্রীয় কর্মসূচি অনুসারে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রজব আলী আহমেদ, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
- তৈয়ব সরকার/এমআই