Logo

সারাদেশ

‘পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ নেই, তবে সন্ত্রাসীদের ছাড় নয়’

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

‘পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ নেই, তবে সন্ত্রাসীদের ছাড় নয়’

ছবি : বাংলাদেশের খবর

পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ নেই, তবে সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’ 

তিনি আরও বলেন, ‘শহরে সেনাবাহিনী, পুলিশ-আনসারের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে। ১০ প্লাটুন বিজিবি শহরের বিভিন্ন জায়গায় দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা দিচ্ছে।

এ সময় ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ছোটন বিশ্বাস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর