কুমিল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪
কুমিল্লায় বিয়ের প্রলোভনে অসহায় এক তরুণীর অনশনের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়নের মিন্নত নগরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, সুইটি (ছদ্মনাম) নামের এক তরুণী বিয়ের দাবিতে নাজমুল আলম বিজয়ের বাড়িতে গিয়ে গত ৮ দিন ধরে অনশন করছেন। বিজয় সাবেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের ভাতিজা ও সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মো. বাহারুল আলমের ছেলে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখেছেন বিজয়। পরে বিয়ের বিষয়ে কথা উঠলে নানা টালবাহানা শুরু করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়েটি বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা বলেন, আমরা চাই মেয়েটিকে ছেলেটির সাথে বিয়ে করে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দেয়া হোক। অনেকে মেয়েটিকে নিয়ে গেইম খেলে টাকা হাতিয়ে নিতে চাচ্ছে। এসব লোকদের বয়কট করতে হবে।
এ বিষয় সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেয়েটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সে থানায় মামলা করতে চাইলে আমরা মামলা নেব।’
- সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

