খাগড়াছড়িতে নিহত ৩ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯
ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী নিহতদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) গুলিতে নিহত তিনজনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। নিহতরা হলেন— রামসু বাজার এলাকার অলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা (২০), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা (২১) এবং চেংগুলি পাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা (২২)।
পুলিশ জানিয়েছে, নিহতদের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, খাগড়াছড়ির পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে অবস্থান করছেন।
ডিআর/এমএইচএস

