Logo

সারাদেশ

টেকনাফের পাহাড় থেকে অপহৃত ৩ জন উদ্ধার, আটক ৩

Icon

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

টেকনাফের পাহাড় থেকে অপহৃত ৩ জন উদ্ধার, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড় থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা তিনজনকে উদ্ধার করা হয়। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নির্যাতন করছিল। পরবর্তীতে তাদের মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ইব্রাহীম মাহমুদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর