মিঠাপুকুরে শর্ট সার্কিটের আগুনে ২ দোকান ভস্মীভূত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২
-(60)-68da9d3de4286.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের মিঠাপুকুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ১৩ নম্বর গোপালপুর ইউনিয়নের শাল্টিগোপালপুর চৌপথি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব হোসেনের মালিকানাধীন ‘মিমি ক্লোথ স্টোর’ ও একটি মোবাইল-ইলেকট্রনিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে বাজারের নাইটগার্ড ও স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান দুটির দেশি-বিদেশি কাপড়, ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৪২ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারিং ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে গেছে।’