পারস্পরিক সৌহার্দ্যতা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারে : সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০
-(62)-68daa61c9f171.jpg)
ছবি : সংগৃহীত
পারস্পরিক সৌহার্দ্য সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশকে আরও শক্তিশালী জায়গায় দেখতে চাই, মাতৃভূমিকে নিয়ে সকল ষড়যন্ত্র আমাদের পারস্পরিক সৌহার্দ্যতা ব্যর্থ করে দিতে পারে।
সারজিস বলেন, ‘পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যের বন্ডিংটা যত স্ট্রং হবে আমরা মনে করি বাংলাদেশ তত নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সেই লক্ষ্যেই আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সর্ববৃহৎ এই উৎসবে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। অনেক জায়গায় তাদের স্থায়ী কোনো মন্দির নেই, কাঁচা ঘর রয়েছে এ বিষয়গুলো আমাদের জানা দরকার।’
তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান থেকে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ মুখ্য হয়ে উঠবে। আমরা একেকজন একেক ধর্মের হতে পারি আমরা আমাদের নিজস্ব ধর্মের, আমাদের ধর্মীয় নীতি মেনে চলব। প্রত্যেক ধর্মের প্রতি আমাদের এই শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ।’
এনসিপির এ নেতা বলেন, ‘আমরা একটি বিষয় মনে করি মানুষের ভেতরে যে একটা দূরত্ব, মনের দূরত্ব বা সম্পর্কের দূরত্ব তখনই তৈরি হয় যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলি, কিছু মানুষের কথা বলি তাদের প্রাপ্যটুকুও তারা পায় না, আবার কেউ প্রাপ্যের চেয়ে বেশি পেয়ে যায়। এই যে একটা বৈষম্য তৈরি হয় তখন সম্পর্কের একটা ছেদ আসবে। আমরা চাই সম্পর্কের এই ছেদ যেন না থাকে।’
এ সময় সারজিস আলম শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি সোমবার সকাল থেকেই তেঁতুলিয়া উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন-তেঁতুলিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হীরাকান্ত রায়, উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, সাজিদুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনী এবং বিভিন্ন নেতাকর্মী ও মণ্ডপের নেতৃবৃন্দ।
- এসকে দোয়েল/এমআই