পটিয়ায় ইসলামী ব্যাংক ইস্যুতে ৩০০ জনের বিরুদ্ধে মামলা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ নানা ইস্যুতে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পটিয়া থানার উপপরিদর্শক কামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
জানা গেছে, রোববার সকালে ব্যাংকের কর্মকর্তাদের কাজে যোগ দিতে বাঁধা দেন পটিয়া শাখার ম্যানেজার। এরপর স্থানীয়রা ব্যাংকের গেটে তালা লাগিয়ে লেনদেন বন্ধ করে দেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা ও আবুল কাসেম আহত হন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তিনজন পুলিশও আহত হয়েছেন। পটিয়ায় ব্যাংক ইস্যুতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় থানায় অতিরিক্ত পুলিশ ফোর্সসহ একটি জল কামান মোতায়েন করা হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।’
- ইমরান হোসেন মুন্না/এমআই

