Logo

সারাদেশ

খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মরদেহ উদ্ধার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মরদেহ উদ্ধার

খুলনায় গত ২৪ ঘণ্টায় চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, লাশটি তিন থেকে পাঁচ দিন ধরে পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশে পুলিশ এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৮০ বছর। খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে সড়কের পাশে পড়ে থাকা বৃদ্ধকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, তাকে কোনো যানবাহন ধাক্কা দিয়ে পালিয়েছে।

একই দিন সকালে বটিয়াঘাটার কুন্ডুপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জোসনা কুন্ডু নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। জোসনা কুন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, জোসনা কুন্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাতে বাড়ির সামনে থালাবাটি পরিষ্কার করার সময় অসুস্থতার কারণে পুকুরে পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তারিকুল ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর