খাগড়াছড়িতে অস্থিতিশীলতার নেপথ্যে ইউপিডিএফ : রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির নেপথ্যে ইউপিডিএফ-এর নেতৃত্বে জুম্মা ছাত্র জনতা ব্যানারের অঙ্গসংগঠন জড়িত বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়নে সাংবাদিকদের তিনি বলেন, পেছন থেকে ইন্ধন দিয়ে খাগড়াছড়িকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করার পায়তারা করেছে তারা। দফায় দফায় মিছিল এবং অবরোধ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। কিন্তু সেনাবাহিনী তাদের সেই পরিকল্পনা সম্পন্ন করতে দেয়নি। পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সচেষ্ট রয়েছে।
যতদিন খাগড়াছড়ির পরিবেশ স্থিতিশীল না হয় ততদিন প্রশাসনের ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে। একই সঙ্গে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে উদযাপনের আশ্বাস দেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
খাগড়াছড়ি শহর এখন ঝুঁকিমুক্ত বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম। জনগণের জান-মালের নিরাপত্তায় খাগড়াছড়ি সদর সেনা জোন কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে, খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। খাগড়াছড়িতে এখনো পরিস্থিতি থমথমে। নানাভাবে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। তারা সন্দেহভাজন হলে জিজ্ঞাসাবাদ করছে।
শহরের জিরো মাইল, কলেজ গেট এলাকা, শহরের দক্ষিণ মাতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসানো হয়েছে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তাদের ভোগান্তির শিকার হচ্ছে।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পণ্যবাহী ট্রাকগুলো পৌঁছে দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে মজুর শ্রেণীর ও যানবাহন শ্রমিকরাও বেকার সময় পার করছে।
ছোটন বিশ্বাস/এমবি /এক্সএ/এএইচকে