সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের দাফন সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নরসিংদীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নরসিংদীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে ব্রাহ্মণহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় এলাকার স্থানীয় জনসাধারণ, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন। এর আগে সোমবার রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। শেষ দুই মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
সুমন রায়/এমবি