বরিশালে ৫ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের বরিশাল মহানগরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ কর্মী মনসুর আলী খান, মিরাজ শিকদার এবং যুবলীগের মাসুম খান ও আউয়াল খান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এআরএস


