Logo

সারাদেশ

বরিশালে ৫ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

বরিশালে ৫ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের বরিশাল মহানগরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ কর্মী মনসুর আলী খান, মিরাজ শিকদার এবং যুবলীগের মাসুম খান ও আউয়াল খান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর