শ্যামনগর উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
 
						শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫
-68db9d64c122f.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নতুন উপকূলীয় সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, মানুষের আস্থার প্রতীকও। লবণাক্ত উপকূলের মানুষের প্রধান সমস্যা নিরাপদ পানীয় জল। স্থানীয়রা পুকুর ও বৃষ্টির পানি ব্যবহার করেন, যা অনেক সময় স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। মানুষের এই চাহিদা ও সমস্যার প্রেক্ষিতে বিজিবি ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নিয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগের অংশ।
বনদস্যু নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও বিভিন্ন অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। তিনি সুনিদৃষ্ট তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
প্রকল্প উদ্বোধনের পর শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার-শ্যামনগর, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
আবদুল কাদের/এআরএস


 
			