নরসিংদীতে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩

ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আলোকবালী ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় পুরো এলাকা আতঙ্কিত। ইতোমধ্যে তিনজন নিহত হয়েছেন এবং এই সহিংসতা চলতে থাকলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা বলয় বৃদ্ধি করার জন্য জোর দাবি জানান। একই সঙ্গে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, ক্রীড়া সংগঠক আওলাদ হোসেন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস শরীফ আহমেদ, আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল বাতেন, নরসিংদী অক্সফোর্ড কলেজের লেকচারার জাহিদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আহমেদ ইসলাম, নিহত ইদন মিয়ার ছেলে কাজী হিমেল, নরসিংদী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আসাদ সরকার, পৌলানপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান ও কাজিরকান্দি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। বর্তমানে এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সুমন রায়/এআরএস