Logo

সারাদেশ

নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধা নিহত

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধা নিহত

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আমিরন বেগম তার নাতনিকে পাশের ফুলবাড়িয়া মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ফুলবাড়িয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরন বেগম। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত আমিরনের লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. পারভেজ মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর