Logo

সারাদেশ

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারকারী সিএনজি চালককে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটককৃত পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’

ইব্রাহীম মাহমুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর