নারায়ণগঞ্জে কিশোরের হাতে ৭৫ বছরের বৃদ্ধা মেস পরিচালক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০
-68dbac977e425.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা চুরি করতে দেখে হাতেনাতে ধরা পড়ায় শারুনী বেগম নামে এক ৭৫ বছরের বৃদ্ধা মেস পরিচালকের চড়-থাপ্পর পাওয়ার ক্ষোভ থেকে তাকে হত্যা করেছে ১৬ বছর বয়সী এক কিশোর।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। নিহত শারুনী বেগম আড়াইহাজার উপজেলার তিনগাঁও গ্রামের প্রয়াত মোক্তার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল শ্রমিকদের থাকার একতলা ভবনের ছাদ থেকে শারুনী বেগমের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি বটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মো. মেহেদী ইসলামের নেতৃত্বে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামসহ একটি তদন্ত টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তি ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের টিম হত্যার সঙ্গে জড়িত কিশোরকে শনাক্ত করে। সোমবার সোয়া ১০টার দিকে দুপ্তারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, ২০-২৫ দিন আগে টাকা চুরি করতে গিয়ে শারুনী বেগমের হাতে ধরা পড়ে মার খেয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের পরিকল্পনা করে। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে টাকা চুরি করার উদ্দেশ্যে বিল্ডিংয়ে প্রবেশ করে আত্মগোপনে থাকে। বিকেলে শারুনী বেগম ছাদে উঠলে শাওন তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে নাক-মুখ চেপে অচেতন করে। পরে রান্নাঘর থেকে বটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ইমতিয়াজ আহমেদ/এআরএস