শ্রীপুরে অবৈধ পলিথিন কারখানা বন্ধ ঘোষণা, ১ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯
-68dbaec42c5ce.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুরগির বাজার এলাকায় অবস্থিত একটি অবৈধ পলিথিন কারখানায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।
জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে কারখানাটিকে জরিমানা করা হয়। অভিযানকালে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাটি বন্ধের বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, ‘দুপুরে অবৈধভাবে পরিচালিত একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানায়, আলী পেপার কারখানার সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশ সরকার একবার ব্যবহারযোগ্য পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। তবুও অনেক স্থানে গোপনে এ ধরনের কারখানা চালু রয়েছে। প্রশাসনের এই ধরনের অভিযান পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছেন।
আতাউর রহমান সোহেল/এআরএস