পর্যটকদের নিরাপত্তায় পঞ্চগড়ে সক্রিয় ট্যুরিস্ট পুলিশ

এসকে দোয়েল, পঞ্চগড়
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩
-68dbc96b74554.jpg)
ছবি : বাংলাদেশের খবর
উত্তরের পর্যটননগরী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই বাড়ছে পর্যটকের ভিড়। হিমালয়-কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই দেশি-বিদেশি পর্যটক আসেন এ অঞ্চলে। তাদের নিরাপত্তা নিশ্চিতে ২০২০ সালের জুলাইয়ে তেঁতুলিয়ায় স্থাপন করা হয় ট্যুরিস্ট পুলিশ জোন। এরপর থেকে ডাকবাংলোসহ প্রধান পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন দর্শনীয় স্থানগুলোতে।
সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে পর্যটন মৌসুম। এ সময়ে মেঘমুক্ত আকাশে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়ে ওঠায় তেঁতুলিয়ায় পর্যটকের সংখ্যা বাড়ছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে নানান বয়সী ভ্রমণপিপাসু ছুটে আসছেন পঞ্চগড়। বিনা পাসপোর্ট-ভিসায় এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মুগ্ধকর দৃশ্য। আবহাওয়া ভালো থাকলে নীল আকাশে ছবির মতো ভেসে ওঠে এই পর্বতমালার সৌন্দর্য।
দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিতে হোটেলগুলোতে কক্ষ বুকিং শুরু করেছেন পর্যটকরা। ভ্রমণপিপাসুদের নিরাপত্তা ও সহযোগিতায় নিয়মিত দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।
পর্যটন শিল্পে সম্ভাবনাময় এ অঞ্চলে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি রয়েছে আরও অসংখ্য দর্শনীয় স্থান—বাংলাদেশের সর্বউত্তরের জিরোপয়েন্ট, ঐতিহাসিক ডাকবাংলো, মহানন্দা নদী, সমতল চা-বাগান, আনন্দধারা পার্ক, মহারাজা দিঘী, রক্স মিউজিয়াম, শাহী মসজিদ, গোলকধাম মন্দিরসহ নানা ঐতিহ্যবাহী স্থাপনা। এছাড়া এখান থেকে ভারত, নেপাল, ভুটান ও চীন সফরের জন্য রয়েছে ইমিগ্রেশন সুবিধা।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কেএম আজমিরুজ্জামান বলেন, ‘দেশের অন্যতম পর্যটন এলাকা হচ্ছে পঞ্চগড়। আমরা পর্যটকদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছি। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আমাদের কন্টাক্ট নম্বর বিলবোর্ডেও দেওয়া আছে।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘তেঁতুলিয়া থেকে খুব কাছ থেকে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারেন, সে জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি সরকার হায়দার জানান, ‘পঞ্চগড় পর্যটনের জেলা। এখানে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বহু প্রাচীন স্থাপনা রয়েছে। পর্যটন শিল্প বিকাশে আমরা কাজ করছি। ট্যুরিস্ট পুলিশ জোন হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হয়েছে।’
এআরএস