Logo

সারাদেশ

পটিয়ায় সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণা, আটক ৩

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

পটিয়ায় সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণা, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া ও দোহাজারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মোহাম্মদ শওকত, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ সোহেল। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, প্রতারণায় ব্যবহৃত আটটি মোবাইল ফোন ও কিছু রিয়াল জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রতারকরা বিভিন্ন ব্যক্তিকে সৌদি রিয়াল দেখিয়ে দামের ব্যাপারে অজ্ঞতার ভান করত। পরে কৌশলে কম দামে রিয়াল বিক্রির প্রলোভন দিত। অনেকেই বেশি টাকায় বিক্রি করার আশায় তাদের কাছে টাকা দিলেও, প্রতারকরা টাকা নিয়ে রিয়াল না দিয়েই পালিয়ে যেত।

এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের হলে এসআই মোহাম্মদ মাহবুব ও এসআই হান্নানের নেতৃত্বে প্রথমে পটিয়া সদর থেকে শওকতকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে দোহাজারী থেকে শহীদ ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা বলেন, ‘আটককৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর