বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বরিশালে চাকরির প্রলোভনে ডেকে নিয়ে এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে। এ ঘটনায় ২২ বছর বয়সী ওই যুবতী সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় শাহিন মোবাইল ফোনে তাকে চাকরির কথা বলে ডাকেন। পরে নগরীর বান্দরোড সংলগ্ন সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে আটকে কু-প্রস্তাব দেন। রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় যুবতীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
স্থানীয়রা জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সিটি জেনারেল হাসপাতালের মালিক শাহিন একাধিক রাজনৈতিক মামলার আসামি। এতদিন গোপনে এলাকায় বসবাস করে ব্যবসা পরিচালনা করলেও নারীর প্রতি অনৈতিক আচরণের ঘটনায় তিনি প্রকাশ্যে আসেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
জেআই জুয়েল/এআরএস


