Logo

সারাদেশ

খানা-খন্দে অচল সিংগাইরের প্রধান সড়ক সংস্কার জরুরি

Icon

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪

খানা-খন্দে অচল সিংগাইরের প্রধান সড়ক সংস্কার জরুরি

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সঙ্গে ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ সাহরাইল-শোল্লা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি সায়েস্তা ইউনিয়নের সাহরাইল মোল্লা বাড়ি থেকে শোল্লার খতিয়া ব্রিজ পর্যন্ত বিস্তৃত। পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় গর্ত, যা এখন যাত্রী ও যানবাহনের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, যানবাহন চলাচল করতে না পারায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন তারা। স্কুলগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। অন্যদিকে, অ্যাম্বুলেন্স চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রোগী পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু ও মাটিবাহী ভারী ড্রামট্রাক ও মাহিন্দ্র ট্রলির কারণে সড়কটির এ অবস্থা হয়েছে। বারবার গণস্বাক্ষরসহ প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নিয়মিত ব্যবহারকারী মোস্তফা কামাল ফখরুল, ইসমত আরা ও সোলাইমান দেওয়ান বিকাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি উপজেলার অন্যতম প্রধান সড়ক। অথচ বছরের পর বছর ভেঙেচুরে পড়ে আছে। কৃষিপণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে শিক্ষার্থী ও রোগী পরিবহন—সব ক্ষেত্রেই আমরা মারাত্মক সমস্যায় ভুগছি।’

এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘চলতি অর্থবছরে সড়কটি মেরামতের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া সড়কটি প্রশস্ত ও শক্তিশালী করার কাজটিও ডিপিপি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবনাগুলো গৃহীত হলে দ্রুত মেরামত ও প্রশস্তকরণের ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর