আশুলিয়ায় জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮
-68dbf4ae6a97a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ায় জনসভা ও র্যালি করেছে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় অনুষ্ঠিত জনসভা ও র্যালি ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মোঃ শামসুউদ্দিন মোল্লা।
ছাত্রফ্রন্টের কাওছার সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মৎসজীবি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ান, মুক্তিযুদ্ধ ফ্রন্টের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, ঢাকা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম, ঢাকা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জাবের বিন মাহমুদ রাজু সহ আরও অনেকে।
নেতাকর্মীরা বলেন, দেশের সকল ভোটারদের ভোট নিশ্চিত করতে ব্লক চেইন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্লক চেইন পদ্ধতি নিশ্চিতের দাবি জানায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সাইদ হাসান স্বাধীনসহ জাকের পার্টির ঢাকা জেলা, আশুলিয়া থানা ও স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
হাসান ভূঁইয়া/এআরএস