বগুড়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩
বগুড়ার কাহালু উপজেলায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে যুবদল নেতা রাহুল সরকার (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের কৈগাড়ি এলাকার আব্দুস সোবাহান সরকারের ছেলে।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘মাগুড়া গ্রামের একটি খাস পুকুর নিয়ে রাহুল সরকারের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। মঙ্গলবার তিনি মাছ ধরার সময় গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তারা রাহুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু অভিযোগ করেন, ‘রাহুল তার নানা বাড়ি এলাকার খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন। মঙ্গলবার তিনি উজ্জ্বল নামের এক যুবদল কর্মীর সঙ্গে মাগুড়ায় মাছ ধরতে যান। এ সময় কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী তাদের ওপর হামলা চালিয়ে রাহুলকে হত্যা করে। হামলার সময় যে বাড়িতে তিনি আশ্রয় নেন, সেখানে রাহুলকে রক্ষা করা হয়নি।’
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, ‘রাহুল সরকারের হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাই।’
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে মাঠে কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি।
জুয়েল হাসান/এআরএস


