Logo

সারাদেশ

মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪

মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুরে একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন হিরু মিয়ার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেতুলিয়া এলাকায় মোহাম্মদ আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করে বৈরাতীহাট পুলিশ ফাঁড়ি।

প্রাথমিক তদন্তে জানা যায়, হিরু মিয়া দীর্ঘ ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। দুই দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তেতুলিয়া বাজারে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হিরু মিয়ার তেমন কোনো শত্রু ছিল না। মানসিক সমস্যার কারণে তিনি মাঝে মাঝে অন্যদের বিরক্ত করলেও কারও বড় ধরনের ক্ষতি করেননি। তারা আশা প্রকাশ করেছেন, পুলিশ প্রকৃত সত্য উদ্‌ঘাটন করবে।

বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বলেন, ‘মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি অসাবধানতাবশত দুর্ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর