খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত, যান চলাচল স্বাভাবিক হলেও ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:০৮
আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৩
খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ চার দিন পর আজ স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক প্রেসবিবৃতিতে সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত থাকবে।
এদিকে বুধবার (১ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটি পর্যন্ত সকল সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা সদর ও গুইমারায় ১৪৪ ধারা বহাল থাকলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোকানপাট খোলা থাকবে।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে জেলা। ওই ঘটনার পর থেকে বিভিন্ন সড়কে অবরোধ চলছিল।
স্থানীয় প্রশাসন সচেতনতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারার প্রয়োগ অব্যাহত রেখেছে।
ছোটন বিশ্বাস/এমএইচএস/ওকেআর/এএইচকে

