Logo

সারাদেশ

খুলনায় ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবককে হত্যা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:১০

খুলনায় ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবককে হত্যা

খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামে এক যুবককে হত্যা করেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে গুলি করা হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম জানান, একতলা বিল্ডিংয়ের থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়েছে। শুভ বর্তমানে কোনো ব্যবসা বা চাকরিতে নিয়োজিত ছিলেন না। আগে তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। তার কোনও রাজনৈতিক পরিচয় নেই।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তানভির হাসান শুভ নিজ বাড়িতে দরজা ও জানালা বন্ধ করে রুমে মা ও ছোট ভাইসহ ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা থাই গ্লাসের জানালা খুলে জানালা দিয়ে শুভকে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় দুইটি এবং বাম হাতে একটি গুলি লেগে যায়। দ্রুত তার আত্মীয়স্বজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল তিনি মারা যান।

শুভ বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর