রূপগঞ্জে সেনা অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৫:০৭

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮) নামে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতরা সাব্বিরের নির্দেশে মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য নিয়ে এসেছিল। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এলাকাবাসীর দাবি, সেনাবাহিনীর এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এন বি আকাশ/এআরএস